iOS 14 এবং iPadOS 14-এ Siri কীভাবে পূর্ণ স্ক্রিনে ব্যবহার করা যায়

iOS 14 এবং iPadOS 14-এ Siri কীভাবে পূর্ণ স্ক্রিনে ব্যবহার করা যায় বুঝতে পারছেন না।আপনি আপনার ফোনে siri ব্যবহার করে খুব সহজে আপনার ফোনে কাজ করতে পারেন। এতে আপনার ফোনের টাইপ করার বা আঙ্গুলের সাহায্যে কাজ করার ঝামেলা থাকে না। আপনি খুব সহজে মুখে কমান্ড দেওয়ার মাধ্যমে আপনার সমস্ত কাজ করতে পারেন।

iOS-14-এবং-iPadOS-14-এ-Siri-কীভাবে-পূর্ণ-স্ক্রিনে-ব্যবহার-করা-যায়
আপনি আপনার ফোনে  siri ব্যবহার করতে পারেন এটি এমন একটি অ্যাপ যেটির মাধ্যমে আপনি মুখে কমান্ড দিয়ে আপনার সকল কাজ করতে পারেন। আপনার ফোনে কিভাবে স্ত্রী ব্যবহার করবেন কিভাবে সেটিং করবেন সমস্ত কিছু জেনে নিন এবং জানতে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন।

পেজ সূচিপত্রঃ iOS 14 এবং iPadOS 14-এ Siri কীভাবে পূর্ণ স্ক্রিনে ব্যবহার করা যায়

iOS 14 এবং iPadOS 14-এ Siri কীভাবে পূর্ণ স্ক্রিনে ব্যবহার করা যায়

iOS 14 এবং iPadOS 14-এ Siri কীভাবে পূর্ণ স্ক্রিনে ব্যবহার করা যায় এমন প্রশ্ন অনেকের রয়েছে।অনেকে চিন্তা করে ios14 ও iPados14 এ কিভাবে siri পূর্ণ স্কিনে ব্যবহার করব।আইফোনের নতুন অপারেটিং সিস্টেমের আবির্ভাবের পর কিছু ভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে siri ব্যবহারের  পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। siri ব্যবহারের কারণে চলমান কাজের ব্যাঘাত ঘটার মতো সমস্যা দেখা দিত। যে কারণে siri কে দুই রকমের পদ্ধতিতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে siri পুরো পর্দা জুড়ে অর্থাৎ স্ক্রিন জুড়ে ব্যবহৃত হবে। আর অন্যটি হচ্ছে siri একটি বিজ্ঞপ্তি হিসেবে ছোট অংশ জুড়ে পর্দায় দেখা দিবে। আগে siri ব্যবহারের সময় পুরো পর্দা জুড়ে প্রদর্শিত হত বিধায় কাজ বন্ধ করে রাখতে হতো। কিন্তু এখন আপনি ইচ্ছা করলে কাজের সঙ্গে সঙ্গে কাজ চলমান অবস্থায় siri ব্যবহার করতে পারেন। iOS 14 ও iPados14 এ siri ব্যবহার করার জন্য আপনি সেটিং অপশনে যেয়ে খুব সহজে এটি করতে পারেন।

siri আসলে কি?

Siri হচ্ছে একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অ্যাপল কোম্পানির প্রায় সকল ডিভাইসেই siri ব্যবহার করার সুবিধা রয়েছে। নতুন ভাবে সিরিয়াল উইন্ডো বাদ দিয়ে অন দা গো অ্যাপ siri চালু করা হয়েছে। নতুন siri তে রয়েছে বেশ কিছু নতুন ফিচার। Siri মাধ্যমে করা যায় আধুনিক অনুবাদ, সার্চ নলেজ টুলস, প্রয়োজনে কাউকে রেকর্ডকৃত ভয়েস পাঠাতে পারবেন অনায়াসে siri কে কমান্ড করার মাধ্যমে। 

siri কি কি কাজ করতে পারে?

Siri হচ্ছে একটি আধুনিক ফিচার।siri ব্যবহার করে আপনি অনায়াসে মুখে বলার মাধ্যমে নানান কাজ করতে পারেন আপনার ফোনে।Siri এর উন্নত মানের ফিচারের কারণে এটি আইফোনের সমস্ত ডিভাইস গুলোতে একটি আধুনিক ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। তাই আইফোন ব্যবহার করলে আপনি siri ফিচার টি অনায়াসে ব্যবহার করতে পারেন। Siri ব্যবহার করে আপনি সার্চ করতে পারেন, বিভিন্ন প্রশ্ন করতে পারেন এবং সে প্রশ্নের উত্তর জানতে পারেন, এমনকি আবহাওয়া খবর পর্যন্ত জানতে পারেন, কাউকে কল বা মেসেজ করতে পারেন, ফ্লাইট বুকিং করতে পারেন, শুধুমাত্র মুখে কমান্ড দেয়ার মাধ্যমে।

ios14 এ siri চালু করার নিয়ম

Siri ব্যবহার করা খুবই সহজ। আপনার ফোনে যদি স্ত্রী বন্ধ থাকে তাহলে আপনি খুব সহজে এটি চালু করে ব্যবহার করতে পারেন। যেহেতু iphone এর siri একটি আধুনিক ফিচার হিসেবে যুক্ত করা রয়েছে। সে ক্ষেত্রে iphone ব্যবহার করলে আপনার siri ব্যবহার করতে আরো অনেক বেশি সহজে ব্যবহার করতে পারবেন। চলুন জেনে নিন আপনার iphone অথবা ios14 এ কিভাবে siri চালু করবেন।
  • প্রথমে আপনার আইফোনের সেটিং অপশনে প্রবেশ করুন।
  • এরপর এক্সিসেবিলিটি অপশনে ক্লিক করুন।
  • এরপর নিচের দিকে siri and search অপশনে প্রবেশ করুন।
  • এরপর hey Siri লেখা অপশন অন করুন। এটি অন করার মাধ্যমে আপনার ভয়েসের মাধ্যমে আপনি siri কে ব্যবহার করতে পারবেন।
  • এরপর enable Siri তে ট্যাগ  করুন।
  • এরপর আপনাকে কিছু লাইন পড়তে বলবে সেগুলো পড়ে কন্টিনিউ অপশনটি প্রেস করুন। এরপর স্কিনে থাকা নিদর্শন গুলো অনুসরণ করুন। স্ক্রিনে দেখানোর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ডান অপশনটি প্রেস করুন।
  • Siri and search অপশনে  গিয়ে allow Siri when locked অপশনটি অন করে দিলে আপনার ডিভাইস লক থাকা অবস্থায়ও siri ব্যবহার করতে পারবেন।
উপরে উল্লেখিত পদ্ধতি গুলো অনুসরণ করলে আপনি hey Siri কমান্ড ব্যবহার করার মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

ipados14 এ siri চালু করার নিয়ম

Siri কে বলা যেতে পারে দৈনন্দিন জীবনের কাজ দ্রুত সম্পন্ন করার একটি দ্রুততম মাধ্যম।siri ব্যবহারের জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট সংযোগ যুক্ত করতে হবে আপনার ডিভাইসের সঙ্গে।বর্তমানে শুধু siri আইফোন এ ব্যবহৃত হয় না বরং এটি আই প্যাডেও ব্যবহৃত হয়ে থাকে। এটির ব্যবহার করে উপকার পাবার কারণে এটি সংযুক্ত করা হয়েছে আইফোনের সকল ডিভাইস গুলোতে। তাই এটি আপনি আইপ্যাড অর্থাৎ ipados14 এ ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিন siriকিভাবে সেট আপ করবেন আপনার আইপ্যাড অর্থাৎipados14 ডিভাইসে।
  • আপনার আইপ্যাডে সেটিং অপশনে যদি siri সেটআপ করা না থাকে তাহলে সেটিং অপশনে Siri and Search অপশনে গিয়ে আপনি siri কে কি নামে ডাকতে চান সেটি সেট করুন। যেমন hey Siri, hello Siri ইত্যাদি নাম দিতে পারেন।
  • আপনি siri কে যদি বোতাম অপশন ব্যবহার করে ডাকতে চান তাহলে ipad এ home বোতাম সহ ipad, press home চালু করুন। অথবা siri এর জন্য top button press home চালু করতে পারেন।
  • Siri এ সেটিংস পরিবর্তন করতে ipad এ siri সেটিংস পরিবর্তন  করুন।
  • Siri কে আপনার কণ্ঠস্বর দিয়ে ডাকুন।
  • এতে siri আপনার কথায় জোরে সাড়া দেবে।
এরপর আপনি চাইলে hey Siri বলে siri কে বিভিন্ন কমান্ড দিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এমনকি আপনি বিভিন্ন কাজ যেমন এলার্ম সেট করতেও পারবেন।

siri সক্রিয় থাকাকালীন ব্যাকগ্রাউন্ড ঝাপসা করব কিভাবে

Siri ব্যবহারের সময় আগে ফিচার অনুযায়ী এটি পুরো স্ক্রিন জুড়ে প্রদর্শিত হত। ফলে এটি অনেকের কাজের সময় ব্যাঘাত সৃষ্টি করত। তাই আইফোন এ siri ফিচার ব্যবহারের ক্ষেত্রে তৈরি করেছে একটি নতুন ফিচার। যেটি আপনার কাজের সময় পুরো স্ক্রিনে প্রদর্শিত না হয়ে একটি বিজ্ঞপ্তি আকারে একটি ছোট অংশ বিশেষে সেটি প্রদর্শিত হবে। তবে এতে অনেকের সমস্যা দেখা দেয় বা অনেকে এটি করতে চাই না। সে ক্ষেত্রে প্রশ্ন থাকে siri তাহলে কিভাবে পুরো স্ক্রিন জুড়ে ব্যবহার করব অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঝাপসা করব কিভাবে।Siri আগের ফিউচার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে পুরো স্ক্রিন জুড়ে দেখাবে এমনটি করার জন্য আপনাকে যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে তা হলোঃ
iOS-14-এবং-iPadOS-14-এ-Siri-কীভাবে-পূর্ণ-স্ক্রিনে-ব্যবহার-করা-যায়
  • প্রথমে আপনার আইফোন বা আইপ্যাড এর সেটিং অপশনটি চালু করতে হবে।
  • এরপর আপনার আইফোনের সেটিং অ্যাপটি খুলে সেখানে থাকা এক্সেসিবিলিটি অপশনে প্রেস করতে হবে।
  • এরপর নিচের দিকে স্ক্রল করে এসে siri নামের অপশনটি নির্বাচন করতে হবে।
  • Show apps behind Siri এই অপশনটির পাশের সুইচটি বন্ধ করতে হবে।
  • এরপর ios background ঝাপসা করে দেবে এবং পুরো ফোকাসটি থাকবে siri এর ওপরে।
  • এতে করে siri সক্রিয় থাকাকালীন ব্যাকগ্রাউন্ড ঝাপসা হয়ে যাবে।

siri সক্রিয় থাকাকালীন ঝাপসা ব্যাকগ্রাউন্ড আবার আগের মত করব কিভাবে

Siri ব্যবহারের সময় অনেকে এটি পুরো স্ক্রিন জুড়ে ব্যবহার করতে চান না। কেননা siri পুরো স্কিন জুড়ে প্রদর্শিত হলে বাকি সমস্ত কাজ আটকে যায় বা কাজ করার অসুবিধার সৃষ্টি হয়। এ অবস্থায় অনেকের চাইনা siri পুরো স্কিন জুড়ে প্রদর্শিত হোক। যারা আইফোন ব্যবহার করে তাদের ক্ষেত্রে রয়েছে siri ব্যবহারের বিশেষ সুবিধা। কেননা আইফোনের সমস্ত ডিভাইস গুলোতে এটি একটি আধুনিক ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। ফলে এটি আইফোনের সেটিং অপশনে গিয়ে খুব সহজে অন বা অফ করা যেতে পারে। Siri সক্রিয় থাকাকালীন ব্যাকগ্রাউন্ড ঝাপসা না করে ব্যবহার করার জন্য একটি নতুন ফিচার তৈরি করা হয়েছে। যেটি siri কে একটি বিজ্ঞপ্তি আকারে একটি ছোট্ট অংশ জুড়ে প্রদর্শিত করবে। এটা করে আপনি আপনার প্রয়োজনীয় কাজও করতে পারবেন একই সাথে siri ও ব্যবহার করতে পারবেন। চলুন কিভাবে siri সক্রিয় থাকাকালীন ঝাপসা ব্যাকগ্রাউন্ড আবার আগের মতো করতে পারবেন জেনে নিন। 
  • প্রথমে আপনার আইফোন বা আইপ্যাড এর সেটিং অপশনটি চালু করতে হবে।
  • এরপর আপনার আইফোনের সেটিং অ্যাপটি খুলে সেখানে থাকা এক্সেসিবিলিটি অপশনে প্রেস করতে হবে।
  • এরপর নিচের দিকে স্ক্রল করে এসে siri নামের অপশনটি নির্বাচন করতে হবে।
  • Show apps behind Siri এই অপশনটির পাশের সুইচটি বন্ধ থাকলে সেটিকে অন করে দিন।
  • এরপর ios background ঝাপসা দূর করে দেবে এবং পুরো ফোকাসটি siri এর ওপরে থেকে উঠে যাবে।
  • এতে করে আপনার স্ক্রিনে siri ব্যবহার করতে পারবেন এবং কাজও চালিয়ে যেতে পারবেন।

siri বন্ধ করার নিয়ম  

আইফোন অথবা বলা যেতে পারে আইফোন ডিভাইস গুলোর ভেতরের একটি নতুন ফিচার হিসেবে অ্যাড করা রয়েছে siri। সে ক্ষেত্রে কেউ যদি siri ব্যবহার করতে না চায় তাহলে সে সেটা অনায়াসে বন্ধ করতে পারে। এবং তার প্রয়োজনমতো সেটিকে অন করে ব্যবহার করতে পারে। এমন অনেকেই রয়েছে যারা siri চালু বা বন্ধ করবে কিভাবে বুঝতে পারেনা। এটি বন্ধ বা চালু করা খুবই সহজ। এটি বন্ধ করার জন্য আপনাকে যা যা করতে হবে তা হলোঃ
iOS-14-এবং-iPadOS-14-এ-Siri-কীভাবে-পূর্ণ-স্ক্রিনে-ব্যবহার-করা-যায়
  • প্রথমে আপনার ios14 ও ipados 14 এর সেটিং অ্যাপস এ প্রবেশ করুন।
  • এরপর নিচের দিকে স্ক্রল করে গিয়ে siri and search অপশনে ক্লিক করুন।
  • এরপর listen for 'hey siri' এর পাশের অপশনটি অফ করে দিন।
  • এরপর turn off Siri তে প্রেস করুন ।
  • এছাড়া সম্পূর্ণভাবে siri বন্ধ করতে press home for Siri এবং allow Siri when locked সুইসটি  চালু থাকলে বন্ধ করে দিন। 
  • এরপর siri বন্ধ হয়েছে ব্যাপারটি একদম নিশ্চিত হতে turn off Siri অপশনে প্রেস করুন।

কোন কোন ডিভাইসে siri ব্যবহার করা যাবে

Siri একটি অত্যাধুনিক ফিচার। এটি ব্যবহার মানুষের জীবনযাপন এবং কাজকর্মকে আরো সহজ করে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মানুষ নানান কাজ করতে পারে এটি ব্যবহার করে। এটি ভয়েসের মাধ্যমে কাজ করে বলে এটির ব্যবহার ও বেশ সুবিধা প্রদান করছে। এতে সময় সাশ্রয়ী এবং একই সাথে এটি ব্যবহার করে আরো অন্যান্য কাজ করার ক্ষেত্রে এটি খুবই কার্যকরী। এটি ব্যবহার করে আপনি মুখে বলে বিভিন্ন তথ্য জানতে পারেন সার্চ করতে পারেন এমনকি বিভিন্ন কাজ যেগুলো হাতের টাইপ করে করতে হতো সেগুলো আপনি মুখে বলে করতে পারেন। এমন একটি আধুনিক ফিচার রয়েছে আইফোন কোম্পানি প্রোডাক্ট গুলোতে রয়েছে। আইফোন os14 এবং আইপ্যাড os14 এর siri ব্যবহারের বিষয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হয়েছে। কিন্তু এই দুটি ডিভাইস ছাড়া আর কোন কোন ডিভাইস গুলোতে এটি ব্যবহার করা যাবে চলুন জেনে নেয়া যাক।
  • আইফোন 4s বা তার পরের মডেলের আইফোন গুলোতে এ ফিচারটি রয়েছে।
  • এয়ারপডস pro বা তার পরের মডেলের এয়ারপডস গুলোতে এ ফিচারটি রয়েছে।
  • অ্যাপেল কোম্পানির সকল ওয়াচ মডেল গুলোতে এই ফিচার রয়েছে।
  • ম্যাকওএস সিয়েরা বা এর পরের ভার্সন যেগুলো রয়েছে সেগুলোতে সকল ম্যাক গুলোতে এ ভার্সনটি রয়েছে।
  • সমস্ত homepod গুলোর মডেলগুলোতে এই ভার্সনটি রয়েছে। 
  • আইপ্যাড থ্রি ও এর পরের সমস্ত মডেল গুলোতে এ  ভার্সনটি রয়েছে।
  • এছাড়া পাওয়ার বিটস ২০২০ মডেল, পাওয়ার বিটস প্রো, একত্র প্রো এগুলোতে এ ভার্সনটি রয়েছে।

লেখকের মন্তব্যঃ iOS 14 এবং iPadOS 14-এ Siri কীভাবে পূর্ণ স্ক্রিনে ব্যবহার করা যায়

iOS 14 এবং iPadOS 14-এ Siri কীভাবে পূর্ণ স্ক্রিনে ব্যবহার করা যায় সম্পর্কে এই পোস্টটি সম্পন্ন করার পর আশা করি আপনি বুঝতে পেরেছেনiOS 14 এবং iPadOS 14-এ Siri কিভাবে ব্যবহার করবেন। আজকে iOS 14 ও ipados14 এ সেটিং অপশনে গিয়ে কিভাবে আপনি siri ব্যবহার করতে পারেন, কোন কোন ডিভাইসে siri ব্যবহার করা যেতে পারে, siri  এর কাজ কি এ সমস্ত বিষয়ে জানতে পেরেছেন।siri একটি অত্যাধুনিক ফিচার। তাই আপনি এটি অনায়াসে ব্যবহার করতে পারেন। এটি আপনার সময় বাঁচাবে এবং খুব দ্রুত কাজ করতে সাহায্য করবে। এবং এটি আপনি প্রয়োজন মত অন অফ করতে পারবেন।

আজকের এ পোষ্টের মাধ্যমে আপনিiOS 14 এবং iPadOS 14-এ Siri কীভাবে পূর্ণ স্ক্রিনে ব্যবহার করা যায় এ সম্পর্কে জানতে পেরেছেন। আমার এই পোস্টের মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। এমন আরো প্রয়োজনীয় তথ্যমূলক এবং অজানা তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শুরু থেকে শেষ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url