দুবাই লটারি কিভাবে কিনবো-লটারি কিনতে কত টাকা লাগবে
দুবাই লটারি কিভাবে কিনবো এমন প্রশ্ন অনেকের থাকে। দুবাই এবং অন্যান্য দেশে
থেকেও আপনি দুবাই লটারি টিকিট ক্রয় করতে পারেবেন কিভাবে সেই সম্পর্কে আজকের আর্টিকেল। আজকে
আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে আপনি বাংলাদেশে বসে থেকে দুবাই লটারি
টিকিট কিনতে পারবেন।
বাংলাদেশে বসে থেকে আপনি দুবাই লটারি টিকিট কিনতে পারবেন। এজন্য আপনাকে অনুসরণ
করতে হবে কিছু নির্দিষ্ট অনলাইন প্রক্রিয়া এবং একটি পাসপোর্ট থাকতে
হবে। দুবাই টিকিট কেনার জন্য থাকতে হবে একটি ডুয়াল কারেন্সি পেমেন্ট
মেথড।
পেজ সূচিপত্রঃ দুবাই লটারি কিভাবে কিনবো
- দুবাই লটারি কিভাবে কিনবো
- দুবাই লটারি কিনতে কত টাকা খরচ হয়
- দুবাই ফ্রি লটারি কেনার নিয়ম
- দুবাই লটারি কি কি ধরনের হয়
- দুবাই লটারির ফলাফল জানার নিয়ম
- বাংলাদেশ থেকে দুবাই লটারি কেনার সহজ পদ্ধতি
- দুবাই লটারি টিকিট কেনার নীতিমালা ও শর্ত
- দুবাই লটারি খেলা ইসলামে হালাল নাকি হারাম
- দুবাই লটারি প্রতারণা থেকে সতর্ক থাকার উপায়
- শেষ কথাঃ দুবাই লটারি কিভাবে কিনবো
দুবাই লটারি কিভাবে কিনবো
দুবাই লটারি কিভাবে কিনবো এই নিয়ে অনেকের নানা প্রশ্ন থাকে। আজ আমরা জানার
চেষ্টা করব কিভাবে আপনি দুবাই লটারি ক্রয় করতে পারবেন। আপনি দুইটি উপায়ে দুবাই
লটারি ক্রয় করতে পারবেন।
- আপনি যদি দুবাইতে থেকে থাকেন বা ভ্রমণের উদ্দেশ্যে যেয়ে থাকেন তাহলে সরাসরি নির্ধারিত স্থান থেকে আপনি লটারি টিকিট কিনতে পারবেন।
- আপনি অনলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকেও দুবাই লটারি টিকিট ক্রয় করতে পারবেন।
দুবাইতে প্রতি মাসে বিভিন্ন লটারি অনুষ্ঠিত হয়ে থাকে। এই সমস্ত লটারি গুলোর
মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় লটারি হচ্ছে দুবাই বিগ টিকিট ও দুবাই ডিউটি ফ্রী
মিলেনিয়াম। এ লটারি গুলো আপনি চাইলে অনলাইন এবং অফলাইন দুইভাবে কিনতে পারবেন।
অনেক মানুষ এই লটারিতে জয়ী হয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তবে এই
লটারিতে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি রয়েছে যেগুলো মেনে চলতে
হয়।
দুবাই লটারি কেনার জন্য আপনি অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতি ব্যবহার করতে
পারেন। অফলাইনে লটারি কেনার জন্য আপনাকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ
বিভিন্ন নির্ধারিত দোকান রয়েছে সরাসরি সেই বিক্রয় কেন্দ্রে যেতে হবে তাহলে
আপনি লটারি টিকিট সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে অনলাইনে লটারি টিকিট কেনার জন্য
আপনাকে ডুয়েল কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।
দুবাই লটারি কিনতে কত টাকা খরচ হয়
দুবাই লটারি কিনতে কত টাকা খরচ হয়? দুবাই লটারির কথা শুনলে এমন প্রশ্ন অনেকেরই
মাথায় আসে। তাই চলুন জেনে নি ন বাংলাদেশ থেকে দুবাই লটারি কিনতে আপনার কত টাকা
খরচ হতে পারে। দুবাই লটারি কেনার খরচ মূলত নির্ভর করে আপনি কোন ধরনের লটারি
কিনবেন তার ওপর। যদি আপনি দুবাইয়ের জনপ্রিয় লটারি দুবাই ব্যক্তি কিট লটারি
কিনতে চান, তবে এর দাম প্রায় ৫০০ দিরহাম।
বাংলাদেশের টাকায় হিসাব করলে ১ দিরহাম সমান প্রায় ৩১ টাকা। দুবাই বিগ টিকেট
লটারি কিনতে আপনার খরচ হতে পারে প্রায় ১৫,৫০০ টাকা। অনেক সময় ব্যক্তিগত লটারি
প্রচার করার সময় অফার দিয়ে থাকে, যা ফলে দাম কমানোর সুযোগ সৃষ্টি করতে পারে।
এছাড়াও দুটি টিকিট একসঙ্গে কিনলে তৃতীয় টিকেট বিনামূলে পাওয়ার মত অফার দিয়ে
থাকে বিগ টিকেট। আপনি যদি বড় অংকের পুরস্কার জেতার জন্য টিকিট কিনতে চান তাহলে
আপনার খরচ হবে প্রায় ১০০০ দিরহাম। যা বাংলাদেশী টাকায় রূপান্তর করলে হয়
প্রায় ৩১,০০০ টাকা।
দুবাইতে বিভিন্ন লটারি অনুষ্ঠিত হয় এবং প্রতিটি লটারি পুরস্কারের উপর ভিত্তি
করে লটারি দাম নির্ধারণ করা হয়। যত ভালো পুরস্কার রয়েছে তত মূল্য হয়ে থাকে
এই সমস্ত দুবাই লটারির। তবে দুবাইতে ভালো মানের লটারি দাম ৫০০ দিরহামের
নিচে হয় না।
দুবাই ফ্রি লটারি কেনার নিয়ম
দুবাই ফ্রি লটারি খেলার নিয়ম সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরী, চলুন তাহলে জেনে
আসি দুবাই ফ্রি লটারি কিভাবে কিনবো। দুবাই ডিউটি ফ্রী মিলেনিয়াম একটি অতি
জনপ্রিয় লটারি যা আপনি চাইলে অনলাইন এর মাধ্যমে ও ক্রয় করতে পারেন। এছাড়া এ
টিকিট আপনি অফলাইনে অর্থাৎ দুবাইয়ের আপনাদের বিমানবন্দর ও অন্যান্য নির্দিষ্ট
স্থান থেকে ক্রয় করতে পারেন।
বাংলাদেশ থেকে দুবাই লটারি কেনার একমাত্র উপায় হল অনলাইন মাধ্যম। আপনার যদি
একটি বৈধ পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি খুব সহজে ঘরে বসে ডুবাই লটারি কিনতে
পারেন। এটির জন্য শুধু প্রয়োজন হবে আপনার দেওয়াল কারেন্সি ডেবিট বা ক্রেডিট
কার্ড। যা আপনার টিকিট ক্রয়ের পেমেন্ট নিশ্চিত করার জন্য খুবই প্রয়োজন।
দুবাই ফি লটারি টিকেট কেনার জন্য বিশেষ কিছু শর্ত এবং নিয়ম-নীতি রয়েছে, এই
সমস্ত শর্ত বা নিয়ম নীতি সাথে একমত পোষণ করার পর গা আপনি এই টিকিট ক্রয় করতে
পারবেন। সফলভাবে টিকিট কেনার পর, আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং বড় ধরনের
পুরস্কার জেতার সুযোগও পেতে পারেন।
দুবাই লটারি কি কি ধরনের হয়
ডুবাই লটারি কি কি ধরনের হয়ে থাকে এমন প্রশ্ন অনেকের মনের মধ্যে তৈরি হয়।
জনপ্রিয় লটারি দুবাই বিগ টিকিট ও দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম ছাড়াও আরো অনেক
ধরনের লটারি রয়েছে। যদিও দুবাইতে কি কি লটারি পাওয়া যায় এ নিয়ে অনেক মত
পার্থক্য রয়েছে। চলুন তাহলে জেনে নিন দুবাইতে কি কি ধরনের লটারি পাওয়া যায় ।
- দুবাই ডিউটি ফ্রি লটারি
- বিগ টিকিট লটারি
- এমিরেটস লোটো
- দুবাই ডিউটি ফ্রি ফাইনেস্ট সারপ্রাইজ
- বিগ টিকিট আবুধাবি লটারি
- দুবাই ক্রিপ্টো লটারি
- দুবাই শূন্যমূলক রাফেল
- দুবাই ফ্লাইট রাফেল
- ডুবাই হোলোস শো লটারি
- দুবাই গোল্ডেন রাফেল লটারি
- দুবাই ডিউটি ফ্রী মিলেনিয়াম মিলিনিয়ার লটারি
- চ্যারিটি লটারি
- আরবিয়ান রাফেলস
- মহজোজ লটারি
দুবাই লটারির ফলাফল জানার নিয়ম
দুবাইয়ের ডিউটি ফ্রি লটারি সাধারনত প্রত্যেক মাসেই ড্র হয়ে থাকে এবং বিগ
টিকেট লটারি মাসের শেষের দিকে দেওয়া হয়ে থাকে।দুবাই লটারির ফলাফল আপনি
বিভিন্ন মাধ্যমে জানতে পারেন। টিকিট ক্রয় করার সময় রেজিস্টার কৃত আপনার ইমেল
চেক করে আপনি জানতে পারবেন। লটারি ড্র হওয়ার পর টিকিট কতৃপক্ষ আপনাকে ইমেইলের
মাধ্যমে জানিয়ে দিবে আপনি লটারি জিতেছেন কিনা।
এছাড়াও আপনি বিগ টিকেট লটারি ওয়েবসাইট এ গিয়ে আপনার লটারির
রেজাল্ট চেক করতে পারেন। এই ওয়েবসাইটে মূলত লটারি ফলাফল প্রকাশের সঠিক সময়
এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া থাকে তাই আপনি খুব সহজে আপনার
লটারির ফলাফল জানতে পারবেন।
ব্যক্তিগত লটারি একটি জনপ্রিয় লটারি হওয়ায় এই লটারি সম্পর্কে আপনি বিভিন্ন
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন facebook, instagram, twitter ইত্যাদিতে যেয়ে
লটারির আপডেট খবর পেতে পারেন। এছাড়াও আপনি ব্যক্তিগীতের অফিসিয়াল পেইজে ফলাফল
জানতে পারবেন। এমনকি টেলিভিশন রেডিও বা সংবাদপত্রেও লটারি ফলাফল সম্পর্কে
বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বাংলাদেশ থেকে দুবাই লটারি কেনার সহজ পদ্ধতি
আপনি যদি বাংলাদেশে থেকে দুবাই লটারি কিনতে চান তাহলে আপনাকে অফলাইন মাধ্যম
ব্যবহার করে লটারি কিনতে হবে। বাংলাদেশে থেকে দুবাই লটারি কেনার সহজ পদ্ধতি
হচ্ছে অনলাইন। আপনার যদি একটি বৈধ পাসপোর্ট থাকে তাহলে আপনি ঘরে বসে থেকে নিজেই
অনলাইনে এর মাধ্যমে দুবাই লটারি কিনতে পারবেন। দুবাই লটারি কেনার জন্য প্রথমে
আপনাকে বিগ টিকিট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইট একটি অ্যাকাউন্ট
খুলতে হবে।
বিগ টিকিট ওয়েবসাইটে একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি একটিভ
ইমেইল একাউন্ট ও পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্ট তৈরি
করতে পারবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এতে আপনার কিছু ব্যক্তিগত তথ্য প্রদান
করতে হবে, যা আপনার প্রোফাইলকে সম্পূর্ণ করবে। যে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো
দিতে হবে তা হলোঃ
- আপনার নাম
- ঠিকানা
- পাসপোর্ট নাম্বার
- জন্ম তারিখ
- যোগাযোগের ঠিকানা
এই সমস্ত তথ্য গুলো সঠিকভাবে পূরণ করার এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন।
ভুল তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করলে আপনি যদি লটারি জিতে থাকেন তাহলে টাকা
পেতে সমস্যা হতে পারে।একাউন্ট খোলার পর এখানে অনেকগুলো অপশন থাকবে আপনি কোন
ধরনের টিকিট ক্রয় করতে চাচ্ছেন সে টিকিট অপশন বাছাই করে নিতে হবে। এরপর
আপনাকে টিকিট ক্রয়ের জন্য পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে
অবশ্যই দেওয়াল কারেন্সি পেমেন্ট মেথড ব্যবহার করতে হবে অর্থাৎ ডেবিট অথবা
ক্রেডিট কার্ড এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। টাকা পরিষদের পর লটারির টিকিট
কর্তৃপক্ষ আপনার ইমেইলের মাধ্যমে আপনাকে টিকেট এবং টিকিটের নাম্বার দিয়ে
দিবে।
দুবাই লটারি টিকিট কেনার নীতিমালা ও শর্ত
দুবাই লটারি টিকিট কেনার কিছু নীতিমালা ও শর্ত রয়েছে। দুবাই লটারি টিকিট কেনার
পূর্বে এই সমস্ত নীতিমালা ও শর্ত সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এ সমস্ত
নীতিমালা ও শর্ত মেনে আপনাকে টিকিট ক্রয় করতে হবে এবং এই সমস্ত বিষয়ে যদি
আপনি ঠিকভাবে না জেনে থাকেন তাহলে আপনাকে পড়তে হতে পারে বিভিন্ন আইনি
ঝামেলায়। চলো ছেড়ে দি ই দুবাই লটারি টিকিট কেনার নীতিবালা ও শর্তগুলোঃ
১। ডুবাই লটারি কিনতে হলে ক্রেতার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের নিচে
কেউ দুবাইয়ের লটারি টিকিট ক্রয় করতে পারবে না।
২। দুবাইয়ে লটারির টিকিট কেটে আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
এটি প্রবাদ করতে হবে যে ক্রেতা অর্থাৎ আপনি আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে সক্ষম।
৩। অনলাইনের লটারি টিকিট কিনতে হলে ক্রেতাকে অবশ্যই ডুয়াল কারেন্সি ডেবিট
অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে।
৪। দুবাই লটারি টিকিট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে
উল্লেখিত সময়সীমার মধ্যে দুবাই টিকিট ক্রয় করতে হবে।
৫। দুবাই লটারি টিকিট ক্রয় এর পূর্বে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে
প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। আপনার কিছু প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা,
পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ ইত্যাদি তথ্য দেয়া বাধ্যতামূলক।
৬। শুধুমাত্র বিগ টিকিট ওয়েবসাইট অথবা ডুবাই ডিউটি ফ্রী ওয়েবসাইট থেকে
টিকিট ক্রয় করতে পারবেন। অন্যান্য কোন উৎস বা প্রতিষ্ঠান থেকে টিকিট ক্রয়
করার জন্য কোন ক্ষতির সম্মুখীন হলে কোন প্রতিষ্ঠার দায়ী থাকবে না।
৭। দুবাই লটারি টিকিট ক্রয়ের পর টিকিটের নাম্বার সংরক্ষণ করে রাখুন।
পরবর্তীতে এটি লটারি ফলাফল জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
৮। দুবাই লটারি জেতার পর নির্দিষ্ট নিয়ম অনুসারে পুরস্কার দাবি করতে
ইমেল, অফিসিয়াল ওয়েবসাইট বা চ্যানেলের মাধ্যমে করতে হবে।
৯। অনলাইনে লটারির টিকিট ক্রয়ের টাকা পরিশোধ করার সময় অতিরিক্ত কিছু
ফ্রি বা সার্ভিস চার্জ হতে পারে, যেগুলো আপনার পরিষদ কৃত টাকার পরিবারের সাথে
যোগ করা হবে।
১০। সরকারি লটারি টিকিট ক্রয়ের জন্য আলাদা কিছু শর্ত প্রযোজ্য থাকতে
পারে। তাই লটারি টিকিট পূর্বে বিস্তৃত হয়ে দিন যে আপনি সরকারি বা বেসরকারি
মধ্যে কোন টিকিটটি কিনছেন।
দুবাই লটারি খেলা ইসলামে হালাল নাকি হারাম
দুবাই লটারি খেলা ইসলামে হালাল নাকি হারাম এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারে।
ইসলামে উপার্জনের জন্য ন্যায়সংগত পদ্ধতি অনুসরণ করার কথা বলা হয়েছে। ইসলামের
যে সকল উপার্জন কে হারাম বলা হয়েছে সেগুলো হল সুদ জুয়া ও প্রতারণা মাধ্যমে
আয় করা। অনেক তোর বিয়া বিশেষজ্ঞদের মতে লটারি ইসলামের নিষিদ্ধ, প্রধান কারণ
প্রত্যেক জুয়ার মত অস্থিরতা থাকে এবং এটি ইসলামী ধর্মীয় নীতির বিরুদ্ধে।লটারি
খেলা একপ্রকার জুয়ার মধ্যে পড়ে। লটারিতে জেতার জন্য বা টিকেট কেনার জন্য টাকা
প্রদান করতে হয় কিন্তু সেটি যে জেতার বা সে টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই
এমন কাজকে মূলত জুয়া বলে ।
জুয়া আল্লাহ তায়ালা হারাম করেছেন সকল মুসলিম এর জন্য।কিন্তু বিভিন্ন দেশে এই
লটারি খেলা আইনীও ভাবে বৈধ করা হয়েছে। আরব আমিরাতের দুবাই শহরেও এটি আইনীয়
ভাবে অনুমোদন প্রাপ্ত এবং নিয়ন্ত্রিত একটি খেলা। তাই অনেক মুসল্লি লটারি কে
বৈধ হিসেবে করতে পারে। কিন্তু ইসলামিক স্কলারদের পরামর্শ অনুযায়ী সব সময় এ
সমস্ত লটারি খেলা থেকে সতর্ক থাকা এগুলোতে জুয়ার উপাদান থাকে এবং এটি ইসলাম
বিরোধী একটি কাজ।
দুবাই লটারি প্রতারণা থেকে সতর্ক থাকার উপায়
বর্তমানে দুবাই লটারি বেশ জনপ্রিয়। তাই এটা থেকে প্রতারণার শিকার হবার ঝুঁকিও
রয়েছে প্রচুর। যেহেতু এটির মাধ্যমে প্রচুর অর্থের লেন দেন হয়ে থাকে ক্রেডিট
কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করে। লটারি কিনতে আপনার অনেক ব্যক্তিগত তথ্য দিতে
হয় তাই এই তথ্য চুরি হওয়ার ও অনেক ঝুঁকি রয়েছে।তাহলে চলুন জেনে নিন
দুবাই লটারি প্রতারনা থেকে সতর্ক থাকার উপায় গুলো।
কিছু অসাধু ব্যক্তিরা ভুয়া লটারি টিকিট বিক্রি করে থাকে। এই ধরনের প্রতারনা
থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আসল ওয়েবসাইট থেকে
টিকিট ক্রয় করছেন কি না। বিগ টিকিট বা দুবাই ডিউটি ফ্রি টিকিট আপনি সরাসরি আসল
ওয়েবসাইট থেকে কিনতে পারেন। কোনো অবৈধ বা সন্দেহজনক সাইট থেকে কিনছেন কি না এ
বিষয়ে খেয়াল রাখতে হবে।নইলে আর্থিক ক্ষতির সম্ভাবনা হতে পারে।সোশাল মিডিয়াতে
ভিডিওতে অ্যাড ও অবৈধ প্রমোশন, লোভ দেখিয়ে থাকে এ সমস্ত কিছুতে বিশ্বাস করা
উচিত নয়। নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হতে হবে। আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য এটি
নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য নিরাপদ প্লাটফর্মে প্রদান করুন। এই সমস্ত বিষয়ে
একটি সতর্ক থাকলে প্রতারণা শিকার হওয়া থেকে নিরাপদ থাকবে।
শেষ কথাঃ দুবাই লটারি কিভাবে কিনবো
দুবাই লটারি কিভাবে কিনবো সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে
এই আর্টিকেলে। আশা করি আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন এবং বুঝতে পেরেছেন
দুবাই লটারি কিভাবে কিনবো, বাংলাদেশের ঘরে বসে থেকে কিভাবে আপনি দুবাই লটারি
টিকিট কিনতে পারবেন, দুবাই লটারি ফলাফল জানার নিয়ম, দুবাই লটারি খেলতে কত টাকা
খরচ হয় ইত্যাদি বিষয়ে জানতে পেরেছেন।
তবে, আপনি যদি মুসলিম হয় এটা মনে রাখা উচিত যে আরব আমিরাতের একটি মুসলিম
দেশ হওয়া সত্ত্বেও দুবাই লটারি পদ্ধতিকে বৈধতা তা হয়েছে, ইসলামে লটারি খেলা
এবং জুয়া খেলা কে হারাম হিসেবে বিবেচনা করা হয়। তাই সকল মুসলিমকে লটারির
বোতলের থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
আজকের এই পোস্টের মাধ্যমে আপনি দুবাই লটারি কিভাবে কিনবো সম্পর্কে জানতে
পেরেছেন। আবার এই পোস্টের মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকে তাহলে আপনার
বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন। এখন আরো প্রয়োজনীয়
তথ্যমূলক পোস্ট এবং অজানা তথ্য যাতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন
ধন্যবাদ।
শুরু থেকে শেষ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url